ঢাকারবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

খোয়াই নদীর পাড় কেটে মাটি বিক্রির মহোৎসব : নির্বিকার প্রশাসন

তারেক হাবিব
ডিসেম্বর ১৮, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত খোয়াই নদীর তীর, খাস জমি এবং ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব চলছে।

স্থানীয় মাটিখেকোদের একটি চক্র দীর্ঘদিন ধরে মাটি বিক্রির এই রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। খোয়াই নদীর দুই পাড়ের দৃশ্য দেখলে মনে হয় তীরগুলো যেন মাটি বিক্রির পাইকারি হাট। বছরের শীত মৌসুম আসলেই নদীর থেকে মাটি কাটার প্রতিযোগিতায় নামে স্থানীয় প্রভাবশালী মহল।

খোয়াই নদীর দুই পাশের বাঁধ কেটে বিকট শব্দে ওঠানামা করছে শত শত ট্রাক্টর। রাত-দিন মাটিবাহী ট্রাক্টর চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে নদীর দুই পাড়ের বাসিন্দারা। বন্যা প্রতিরাক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। ‘মাত্র কয়েক মাস আগেও নদীর চরজুড়ে বিভিন্ন শাক-সবজি ফলত।

সারা চরে আছিল সবুজের হাসি। কিন্তু এখন পুরা চরটা ওই ক্ষতবিক্ষত ভেকু ও কোদালের আঘাতে। ওরা আগে পুরা নদীটাই খাইছে। এরপরও এরার পেট ভরছে না। এখন তাই গিলে খাইতাছে খোয়াই নদীর চর।’ এভাবেই কথা বলছিলেন খোয়াই পাড়ের বাসিন্দা এক দিনমুজুর কৃষক।

সরেজমিনে শনিবার (১৭ডিসেম্বর) খোয়াই নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলে উঠে আসে নদী আত্মসাতের ভয়ঙ্কর চিত্র। এক সময়ের হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর প্লাবন থেকে দুই পাড়ের জনপদকে রক্ষা করতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা নদী প্রতিরক্ষা বাঁধগুলো স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই পাড়ের প্রায় শতাধিক স্থান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন মাটি খেকোরা। আর এ সকল মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ যন্ত্র দানব ট্রাক্টর-ট্রাক।

কোন কোন জায়গায় ভেকু বা এক্সকেভেটরের প্রবেশ নিতে কেটে নেয়া হচ্ছে নদী প্রতিরক্ষা বাঁধ। বর্ষার সময় নদীতে জোয়ার আসলেই বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

এদিকে, বালু ও মাটি খেকোরা প্রশাসনকেও পাত্তা দিচ্ছে না। প্রায় কয়েক মাস ধরে নদীর বিভিন্ন অংশে জেলা ও উপজেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেট নিয়মিত অভিযান পরিচালনা করলেও থামেনি অবৈধ চরের মাটি কাটা।

সরেজমিন দেখা যায়, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মাটিকাটার কাজ। স্থানীয় প্রভাবশালী চক্রটি খাস জমির পাশাপাশি নদীর বাধঁ এবং নদী তীরের ফসলি জমি এবং স্থানীয় চাষীদের ফাঁদে ফেলে তাদেরকে টাকার লোভ দেখিয়ে কম টাকায় মাটি ক্রয় করে জেলার বিভিন্ন জায়গায় পুকুর, ডোবা, নালা ও বাড়ির আঙিনা ভরাটের জন্য বেশি দামে বিক্রি করছে এসব মাটি।

চুনারুঘাটের কাজীরখিল ব্রীজ এলাকা, শায়েস্তাগঞ্জ পুরাণ বাজার, লস্করপুর ব্রীজ এলাকা, চুরহামুয়া, আলাপুর, দক্ষিণ চরহামুয়া নোয়াবাদ, মশাজানসহ প্রায় নদীর দুইপাড়ের প্রায় শতাধিক জায়গায় ভেকু বা এক্সকেভেটরের মাধ্যমে মাটি কাটা হচ্ছে।

হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া এলাকার নদীর তীরে ভেকু মেশিনের চালক মিরপুর-বশিনা এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহালম জানান, প্রতি ঘন্টায় ৩ হাজার টাকা মুজুরীতে নদীর তীরে ভেকু মেশিন দিয়ে কাটি কাটেন তিনি। দৈনিক ৫/৭ ঘন্টা কাজ করেন তিনি মাঝে মাঝে ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও কাজ করতে হয় । ভেকু মেশিন দিয়ে কাটা মাটি উত্তোলনের দায়িত্বে থাকে আরও দুইটি ট্রাক্টর।

গড়ে একেকটা স্পট থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মাটি উত্তোলন করা হয়। জায়গাটির দেখবাল করার দায়িত্ব থাকা মালিক পক্ষের লোক ইদ্রিস জানান, তিনি কেবল দেখাশুনা করার দায়িত্বে আছেন। স্থানীয় ফয়সল, রাসেল এবং আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন মাটি কাটা এবং বিক্রির দায়িত্বে আছেন। মূলত এরাই সব।

নদীর তীরে চেয়ার-টেবিল নিয়ে বসে থাকা মোবাইল কোর্ট ও সাংবাদিক এবং পুলিশি ঝামেলার পাহাদার আব্দুস শহিদ জানান, তিনি কেবল পাহারাদারের দায়িত্বে আছেন মোবাইল কোর্ট বা পুলিশ-সাংবাদিক আসলে তিনি মোবাইলে আগাম জানান দিয়ে দেন।

নদীর বিপরীতে আলাপুরে একই স্থানে ড্রেজার মেশিন দিয়ে কাটা হচ্ছে নদীর তীর। শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ পুরো নদীর লীজ নিয়েছেন আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি। আব্দুর রাজ্জাক পেশায় এডভোকেট হওয়ায় বার কাউন্সিলের নীতিমালায় পরিপন্থী হয়ে ইজারা নিয়েছেন তার স্ত্রীর নামে।

শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের নদীর শেষ দিক পর্যন্ত পুরোটাই নিয়ন্ত্রণ করেন তিনি। নদীর একেক স্থানে প্রভাব অনুযায়ী দায়িত্বে রেখেছেন একেকজনকে। আওয়ামী লীগ-বিএনপি এগুলো কোন বিষয়টা না। যার যেখানে অবস্থান সেখানেই তাকে কাজে লাগান তিনি।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম জানান, বিষয়টি তার জানা নেই, এ রকম ঘটনা সত্য হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Developed By The IT-Zone