মঙ্গলবার (১৩ এপ্রিল) সাকলে জেলা কারাগার পরিদর্শন শেষে মাধবপুর উপজেলার পরিদর্শন করেন তিনি।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জেলা কারাগারের সার্বিক প্রস্তুতি এবং কার বন্দীদের স্বাস্থ্যবিধি মেনে চালার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এরই সাথে জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীদের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

ছবি : জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান
জেলা কারাগার পরিদর্শন কালে জেল সুপার এবং জেল চিকিৎসক উপস্থিত ছিলেন।

ছবি : মাধবপুরে গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান
এছাড়া মাধবপুর বাজারের প্রস্তাবিত পুকুর (পার্ক) উন্নয়নের স্পট পরিদর্শন, ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার কৃষকের মাঝে বিতরণ, কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কর্তনের উদ্বোধন এবং কৃষকদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ ও শাহাপুরে ভূমিহীনদের মাঝে ২য় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।