সলিল বরণ দাশ, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ করোনা মহামারীতে হবিগঞ্জের প্রবাসী নির্ভর উপজেলা নবীগঞ্জে প্রবাসীরা না আসায় ও দোকান র্দীঘ দিন বন্ধ থাকায় দর্জি পাড়ার ৩ হাজার দর্জি কারিগরের কাজ না থাকায় কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। প্রবাসী এলাকায় ঈদের আগে ও পরে যেখানে নবীগঞ্জের প্রবাসীরা পছন্দের পোশাক বানাতে দর্জির দোকান গুলোতে ভিড় জমতো। আর দিনরাত চিরচেনা মেশিনের চাকা ঘোরার শব্দ শোনা যেত।কিন্তু করোনা মহামারীতে প্রবাসীরা দেশে না আসায় প্রবাসীদের অর্ডার না পেয়ে করোনার প্রভাবে তাদের ব্যবসা লাটে উঠেছে।
এতে করে উপজেলার প্রায় ১ হাজার দোকানের ৩ হাজার কারিগর প্রায় কর্মহীন হয়ে পড়েছে।
জানা গেছে, করোনার প্রভাবের কারণে গত ২৬ মার্চ থেকে তাদের মেশিনের চাকা বন্ধ হয়ে যায়। প্রতি ঈদকে সামনে রেখে সৌখিন ও প্রবাসী গ্রাহকদের কাছ করে বৎসরের বড় ধরনের আয় করে। কিন্তু এবার ব্যবসা না হওয়ায় এবং প্রতিষ্ঠান বন্ধ করে রাখায় দিশেহারা হয়ে পড়েছেন দর্জি কারিগররা। দোকান বন্ধ থাকায় কারিগররা মানবেতর জীবন যাপন করছে। তারা সরকারের কাছে ত্রাণ ও প্রনোদনার দাবি করেছেন।
দর্জি কারিগর খালেদ আহমদ বলেন, করোনার কারণে দর্জিপাড়ার পাল্টে গেছে দীর্ঘদিনের সেই কর্মকাণ্ডের চিত্র। কাজ বন্ধ থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে জীবন যাপন করছি।
অন্যদিকে নবীগঞ্জের কয়েকটি টেইলার্সের মালিক জানান, সরকারি নির্দেশনায় প্রায় দুই মাস ধরে দোকান বন্ধ থাকায় এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী দেশে না আসায়। পোশাকের অর্ডারও নেই, ফলে মালিকসহ কারিগররা কর্মহীন হয়ে পড়েছেন।
দর্জি ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক এম এস আক্কাস আলী বলেন, প্রতি বছর ঈদে প্রচুর সংখ্যক প্রবাসী দেশে আসে।তারা না আসায়,অর্ডার না থাকায় আমাদের দর্জি কারিগরা বড় ধরনের আয় থেকে বঞ্চিত। এইবার কোন রকম কাজ করে খেয়ে পড়ে বেঁচে থাকাই কঠিন। তাই পরিবার পরিজন নিয়ে আমাদের ৩ হাজার দর্জি কর্মীরা কিভাবে বেঁচে থাকবে তা এখন চিন্তার বিষয়। আমদেরকে সরকারি প্রনোদনার আওতায় আনা হউক।