ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

এই মহামারীতেও সক্রিয় অজ্ঞান পার্টি!

অনলাইন এডিটর
এপ্রিল ২৭, ২০২০ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

এম এ রাজা, হবিগঞ্জ প্রতিনিধি।। করোনা ভাইরাসের মহামারীতেও অজ্ঞান পার্টির সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে জানা গেছে। টমটম থেকে দুই মহিলা নজিলা খাতুন নামের এক মহিলার কাছ থেকে তিন ভরি স্বর্ণ ও প্রায় ৫০০০ টাকা অজ্ঞান করে নিয়ে যায়।

ছবিভূক্তভোগী নজিলা খাতুন । 

সূত্র আজ ২৭ এপ্রিল সকাল দশটার দিকে টমটম যুগে আতুকোরা বোনের বাড়ি থেকে ধুলিয়াখাল নিজের বাড়িতে ফিরছিলেন নজিলা খাতুন নামের ওই মহিলা। পথে চৌধুরীবাজার আসার পরে উনি অজ্ঞান হয়ে যান পরে পথচারীরা ওই মহিলার মাথায় পানি ডেলে দেয়। এতে করে ওই মহিলার জ্ঞান ফিরে পান। জ্ঞান ফেরার পর উনি সবার কাছে কান্নাকাটি করে বলেন আমার সাথে তিন ভরি স্বর্ণ ও প্রায় পাঁচ হাজার টাকা ছিল আমার পাশের সিটের দুই মহিলা আমাকে অজ্ঞান করে আমার সবকিছু নিয়ে গেছে এই বলে আবার কান্নাকাটি শুরু করে। পরবর্তীতে সদর থানায় অভিযোগ করা হয়েছে।

Developed By The IT-Zone