বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) সকাল ১১টায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ জন মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরন করা হয়।
উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউসার।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য ফুরকান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উদীচী বানিয়াচং শাখার সহ-সভাপতি ও বাসদ’র সাধারণ সম্পাদক কমরেড তৌহিদুর রহমান পলাশ, উপজেলা উদীচী’র সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক ও লেখক রুবিনা আক্তার রুবি, উদীচীকর্মী মিনহাজ চৌধুরী আয়েশ, বক্সার আমির উদ্দিন শিমুল, শেখ আরিফুল ইসলাম, অন্তু আক্তার, টুম্পা আক্তার, মার্জিয়া খানম, ঝুমারা আক্তার, হাবিবা আক্তার প্রমূখ।