কৃষি জমির টপ সয়েল কেটে এনে শহরের উচাইল মার্কেটের পিছনের পুকুর ভরাট করায় ট্রাক্টর এর মালিক
শায়েস্তাগঞ্জ উপজেলার রাঙ্গের গাও গ্রামের সোহেল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার। এতে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ ।
জানা যায়, হবিগঞ্জ জেলা জুড়ে একদল সিন্ডিকেট কারী লোক অধিক মুনাফার আশায় কৃষি জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে। এতে করে মারাত্মকভাবে কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে।
এই সিন্ডিকেট কারীর একাংশ রাতের আধারে কৃষি জমির টপ সয়েল কেটে এনে শহরের উচাইল মার্কেটের পিছনের পুকুরটি ভরাট করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার।