ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আতংকিত হবিগঞ্জবাসী! করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ ॥ মৃত্যু ১

অনলাইন এডিটর
এপ্রিল ২৬, ২০২০ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

তারেক হাবিব॥ দেশের বিভিন্ন জেলার ন্যায় হবিগঞ্জেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউনে কঠোর নিরাপত্তায়থাকা সত্বেও গত ১ সপ্তাহে জ্যামিতিক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ এ।

ইতোমধ্যে পুলিশ প্রশাসনের অগোচরে দুই একটা দোকান খোলা থাকলেও গতকাল রাত ৮ টার পর থেকে হবিগঞ্জ শহরের পুরোটাই ছিল থমথমে অবস্থা। তবে সবচেয়ে দুঃখজনক তথ্য হল গতকালের করোনা আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন।

ইতোপূর্বে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আক্রান্ত হলেও হবিগঞ্জ সদরে আক্রান্ত না থাকায় স্বস্থিতে ছিল শহরবাসী। জানা যায়, নতুন করে ২২ আক্রান্তের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ চারজন ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, একজন সেবিকা (নার্স), ঝাড়–দার, আয়াসহ ও নয়জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এদের মধ্যে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া বাগানে করোনা আক্রান্ত শিশু সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ৪৮ টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো যার মধ্যে ২২ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, একজন সেবিকা (নার্স) ও নয়জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। জেলা প্রশাসক আরও জানান, আক্রান্তদের বিশেষ ব্যবস্থাপনায় রাখা হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসা চলছে।

হবিগঞ্জের সিভিল ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান জানান, মোট ৪৮ জন আক্রান্ত আছেন। আক্রান্তদের হাসপাতালের তত্বাবধানে চিকিৎসা চলছে। আরও কিছু রিপোর্ট বাকী আছে। আসলে বিস্তারিত জানা যাবে।

Developed By The IT-Zone