আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতের স্থাপন করা সরকারি সাইনবোর্ড অপসারণ করে নিজের নামে সাইনবোর্ড লাগিয়েছেন মমিনুর রহমান সজিব নামে এক ব্যক্তি।
প্রশাসনের উচ্ছেদ অভিযানের ৩দিন পর এ ঘটনা ঘটে। তবে কর্মস্থল থেকে মাত্র ৩ মিনিটের দুরত্বে উচ্ছেদ অভিযান হলেও ওই সময়ে ভ্রাম্যমান আদালতের ধারে কাছেও যাননি তিনি। উল্টো উচ্ছেদ অভিযানের ৪ দিন পর কথিত সংবাদ সম্মেলন করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলে এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে মমিনুল হক সজিব দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, ঘটনা সময় স্থানান্তরে থাকায় ভ্রাম্যমান আদালতের মুখোমুখি হতে পারেননি তিনি।
সুত্র জানায়, আজমিরীগঞ্জ উপজেলার শানবাড়ি মোজার ১নং খাস খতিয়ানের ৫৪৮ দাগের ০.৭৪ একর জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আসছিলেন মমিনুর রহমান সজিব। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে গত ২৪ ফেব্রুয়ারী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দখলমুক্ত করা হয় সরকারি খাস জমি।
১নং খাস খতিয়ানের ৫৪৮ দাগের ০.৭৪ একর জমি দখলমুক্ত করে সরকারি সাইনবোর্ড স্থাপন করেন প্রশাসন। এ ঘটনার ৩দিন পর আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সাইনবোর্ড অপসারণ করে নিজের নামে সাইনবোর্ড স্থাপন করেন সজিব।
অবৈধভাবে সরকারি সাইনবোর্ড অপসারণ ও নিজের নামে আবার সাইনবোর্ড স্থাপন করায় সমালোচনার ঝড় বইছে স্থানীয় সচেতন মহলে। কেউ কেউ বলছেন, বিষয়টি রীতিমত আইন অমান্য করার শামিল। সরকারি সাইনবোর্ড নিজে না সরিয়ে তিনি বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করতে পারতেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত মমিনুর রহমান সজিব দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক স্থাপন করা সাইনবোর্ডটি তিনি অপসারণ করেননি। নিজের নামের সাইনবোর্ডটাও তিনি স্থাপন করেননি। এটা গরু কিংবা ছাগলের কাজ হতে পারে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) কামরুজ্জামান দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, ওনি (সজিব) যদি লীজসূত্রে মালিক হন তাহলে অবশ্যই কাগজপত্র রয়েছে তার। আমরা যাচাই-বাছাই করব। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তিনি জানেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।