ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে সন্ধ্যার পরেও চলছে সেলুন ব্যবসা

দৈনিক আমার হবিগঞ্জ
এপ্রিল ২৮, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিলোয়ার হোসেন,আজমিরীগঞ্জ  :    করোনা মহামারির সময় দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে । দিনের বেলায় যেমন তেমন সন্ধ্যার পরেও পাহাড়পুর বাজারে বিভিন্ন ধরনের সেলুন,চায়ের দোকান,ভুষিমালের দোকানসহ আড্ডাখানা চলছে বিরামহীন। এই প্রতিনিধি চায়ের দোকানের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে চায়ের দোকানদার  ভিতরে প্রবেশ করতে দেয়নি। দোকানের ভিতরে অবস্থানরত কয়েকজন যারা জুয়া (তাশ) খেলায় ছিল তারা পরিস্থিতি বুঝতে পেরে দোকানের পিছন দিক দিয়ে সটকে পড়ে।

ছবি : আজমিরীগঞ্জের পাহারপুর বাজারে সন্ধ্যার পরও চলছে সেলুন ব্যবসা । খোলা খাকছে অন্যান্য দোকানপাটও

স্থানীয় কয়েকজনের সাথে আলাপকালে তারা জানায়,পাহাড়পুর বাজারে কোন সময়ই সরকারী কোন বিধি নিষেধ মানা হয়নি। আমরা এসব ব্যাপার নিয়ে খুবই আতংকে আছি। তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
কয়েকজন দোকানদারদের সাথে আলাপ করার চেষ্টা করলে তারা এ ব্যাপারে কোন মন্তব্য্য করবেন না বললে সরে পড়েন।

Developed By The IT-Zone