ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে রাস্তা মেরামতের দাবি কৃষকদের

দৈনিক আমার হবিগঞ্জ
এপ্রিল ২৫, ২০২০ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোস্তফা কামাল ,আজমিরীগঞ্জ :  আজমিরীগঞ্জ শিবপাশার হাওরের ধান তুলতে চরম অসুবিধায় পড়ছেন কৃষকরা।
বলতে গেলে অর্ধেক আজমিরীগঞ্জের হাওরের ধান এই রাস্তা দিয়া কৃষক ঘরে তোলেন। চিলারাই, আলকাটা, দুবাদলী, কুমড়াবন, হাইডোলা, বড়বন,দুর্ররা, নয়াবন,পাগলসী,জয়াললে,মুইয়ালী,উত্তর আগার আরো অনেক হাওর থেকে এই বড় সরক দিয়া কৃষকে ধান তোলে বাড়িতে নিয়ে আসেন। শিবপাশার হাজার হাজার হেক্টর জমি ধান এই রাস্তা দিয়া কৃষকরা তোলতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।  শিবপাশা হওরে কোন ধান কর্তনের মেশিন ও  দেওয়া হয়নি।  এবং সংকট দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের। তার পরেও বিভিন্ন পেশার মানুষ ধান কেটে ধান সেই ধান ঘরে তোলবে এটাই কৃষকের স্বপ্ন ছিল।

ছবি : কাঁদা জমে রাস্তা একাকার ! কৃষকরা পড়েছেন বিপাকে

কিন্তু রাস্তার কারণে আজ সেই স্বপ্ন পুরণ হচ্ছে না হতভাগা কৃষকদের। এই হাওরের রাস্তাটি ঝুঁকিপূর্ণ । আর দু একদিদন বৃষ্টি হলেই তলিয়ে যেতে পারে হাওরের পাকা  সরকারি নির্দেশনা যে তাড়াতাড়ি ধান কাটতে হবে তাই কৃষকরা ধান কাটলেও তোলতে পারছেনা সঠিকভাবে। কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা দৈনিক আামর হবিগঞ্জকে জানান, ধান কাটতে কোন প্রশাসনিক সহযোগিতা বা জনপ্রতিনিধির সহযোগিতা আজও  পায়নি আমরা ।

 

 

Developed By The IT-Zone