ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময়

ইমদাদুল হোসেন খান
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা শুরু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারী) জলসুখা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

আজমিরীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোশাহিদ আহমেদ টেনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ফয়েজ আহমেদ খেলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য ও সামসুন নাহার, সদস্য শিল্পী আচার্য্য, তোফাজ্জল আহমেদ অনিক, জলসুখা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার শেখ জুনায়েদ আহমেদ, ২নং ওয়ার্ডের মেম্বার সন্তোষ গোপ, ৩নং ওয়ার্ডের মেম্বার জাহের মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার পারভেজ মিয়া, ৬ নং ওয়ার্ডের মেম্বার মুছা মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুকিত, ৯নং ওয়ার্ডের মেম্বার জুনাব আলী, মহিলা মেম্বার রাজিয়া বেগম, জনেরা খাতুন ও জাহানারা খাতুন। ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন এইচএম জামির, মনজু মিয়া, শাহানুর মিয়া, শ্রমিকনেতা বকুল মিয়া, উকেদ আলী, জয়কুমার ঋষি, মুকুল ঋষি, বাউল শিল্পী আব্দুর রহমান, শফিক মিয়া, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য শাহানা খাতুন, মজিবুর রহমান মুজিব, আঙ্গুর মিয়া, এমদাদুর রহমান মোল্লা প্রমূখ।

Developed By The IT-Zone